Weather Report Today: গত দু থেকে তিন দিন যাবত আকাশ চোখ রাঙাচ্ছে আর তার জেরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আর যেহেতু বৃষ্টিপাত কোথায় কোথায় হয়েছে তার জেরে জেলার বিভিন্ন এলাকায় হালকা শীতের অনুভূতি হচ্ছে। এর ফলে সকালের দিকে ও সন্ধ্যার দিকে আবহাওয়ার হালকা ঠান্ডা অনুভূতি করছে।
আজও সকালের দিকে মেঘলা আকাশ ছিল। গত দুই থেকে তিন দিন যাবত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবার কোথাও কোথাও তার সঙ্গে ঝড়ো বাতাস হয়েছে।
বিষয় সূচী :-
আবহাওয়া নিয়ে কি অনুমান করা হচ্ছে (বৃষ্টি আবহাওয়া)
আগামীকাল অর্থাৎ শনিবার মেঘলা আকাশ থাকবে ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত তার সাথে দমকা ঝোড়ো বাতাস।
সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। আজ শুক্রবার ও কাল শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।
আবহাওয়া দপ্তর সূত্রে কি বলা হয়েছে
আজকের দিনে তাপমাত্রা কত ও বৃষ্টিপাত কতদিন হবে
এই দুই দিন যাবত যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে তার জেরে এক ধাক্কায় ৫ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে কলকাতায়। আজ ও আগামীকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে তার জেরে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে।
বৃহস্পতিবার আবহাওয়া কত ডিগ্রি ছিল ও বর্তমানে কত ডিগ্রী হয়েছে
বৃহস্পতিবার দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আজ শুক্রবার আজকে কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা নেমে হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা কিনা ৫ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে, একদিনের মধ্যেই। আবহাওয়া দপ্তর সূত্রে আরও মনে করা হচ্ছে মঙ্গলবার পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলোকে সতর্কতা করা হয়েছে
দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোকে সতর্ক করা হয়েছে
আজ শুক্রবার আজকে কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাগুলো যেমন হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মুর্শিদাবাদে এই সব জেলাগুলোতে।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদীয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলা গুলোতে বৃষ্টিপাতের কাছাকাছি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তবে মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোন সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য কি সতর্কতা করা হয়েছে
দক্ষিণবঙ্গের কাছাকাছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলো যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে রবিবার পর্যন্ত। এই দুটো জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলোতে বৃষ্টিপাতের হবে তাই এইসব জেলাগুলোতে তাপমাত্রা ও বড়োসড়ো পরিবর্তন সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন:- Bird Flu : অজানা ভাইরাসের লক্ষ লক্ষ মুরগি মারা যাচ্ছে
News in Bangla|Current News In Bengali| Weather Report Today 21 February 2025 Bangla News
1 thought on “Weather Report Today: এই ঝড় বৃষ্টি কতদিন যাবত চলবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে”