---Advertisement---

Bsnl Network Problem: BSNL Killed সাধারণ মানুষের কি হাল হচ্ছে 2025

Updated On:
Bsnl Network Problem
---Advertisement---

Bsnl Network Problem: ভারতে অনেক মোবাইল নেটওয়ার্ক পরিষেবা কারী কোম্পানি রয়েছে।  আর তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি হল BSNL। প্রতিটি কোম্পানি যখন তাদের দাম বাড়িয়ে দিয়েছে প্রতিনিয়ত।  কিন্তু বিএসএনএল এমন একটা কোম্পানি যারা কিনা নিজের ইনকামের কথা ভাবে না বরং কাস্টমারের পকেটের কথা ভাবে, তাই তারা রিচার্ডের দাম সঠিকভাবে রাখে। 

বিএসএনএল কোম্পানিতে ভারতের প্রতিটি মানুষের ইমোশনাল এর সাথে জড়িত কারণ এটি একটি ভারত সরকারের টেলিকম কোম্পানি।  সঙ্গে এই কোম্পানিটি যে কাজ করে থাকে তা ভারতের অন্য কোন কোম্পানি সে কাজ করে না।  যেখানে অন্যান্য কোম্পানিগুলো তাদের কোম্পানির  লাভের কথা ভাবে সেখানে এই বিএসএনএল এমন একটি কোম্পানি তারা লাভের কথা না ভেবে ভারতের কোনায় কোনায় অর্থাৎ গ্রাম থেকে গ্রাম্যতর এরিয়াতে তাদের নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কথা ভাবে।

আরও পড়ুন:- Wb Higher Secondary Exam Big Update 2025: উচ্চ মাধ্যমিকের প্রতি কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে

আরও পড়ুন:- Kolkata আজকের সোনার দাম

এখন আমরা জানবো এই বিএসএনএল নেটওয়ার্ককে কি কি সমস্যা (Bsnl Network Problem) দেখা যাচ্ছে

যখনই এয়ারটেল, ভোডাফোন ও জিওর মত কোম্পানি তাদের  প্যাক গুলিতে দাম বাড়িয়ে চলছে।  তখনই সাধারণ অনেক মানুষ বিএসএনএল পোর্ট করে চলে এসেছেন। আর আসার পরেই তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। 

সাধারণ মানুষ গুলি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করছেন

  • মোবাইলের সিগন্যাল সমস্যা হচ্ছে। 
  • কখনো কখনো নেটওয়ার্ক ফুল আসছে আবার কখনো কখনো সেই নেটওয়ার্ক গুলি চলে যাচ্ছে। একটিও থাকছে না। 
  • যখনই কাউকে কল করছেন তখনই সঠিক নাম্বার থাকার সত্ত্বেও নাম্বারটা ভুল বলে বলা হচ্ছে কোম্পানির তরফ থেকে। 
  • ইন্টারনেট এক্সেস করতে পারছেন না তারা। 
  • এসএমএস আসতে দেরি হচ্ছে এর ফলে যখনই কোন কাস্টমার ব্যাংকের otp পাঠাচ্ছে সেটা আসতে অনেক সময় লেগে যাচ্ছে। 

এই সমস্যাগুলি নিয়ে বিএসএনএল কোম্পানির (Bsnl Network Problem) তরফ থেকে কি বলা হয়েছে

এই সমস্যাগুলো সাধারণ মানুষ ডিসেম্বর মাস ২০২৪ থেকে সমস্যায় পড়েছেন। আর এই সমস্যাগুলির জন্য কোম্পানি তরফ থেকে বলা হয়েছে কোম্পানির নতুন টাওয়ার ইনস্টলেশন করছে ও সফটওয়্যার এর কিছু পরিবর্তনের জন্য এই ধরনের সমস্যা হচ্ছে।  কোম্পানি তরফ থেকে বলা হয়েছে মার্চ ২০২৫ এর মধ্যে সমস্ত সমাধান হয়ে যাবে। 

বিএসএনএল কোম্পানির পক্ষ থেকে এর সমাধান কি কি করা উচিত

  • খুব দ্রুততার সঙ্গে টাওয়ার ইনস্টলেশন এর কাজ সম্পন্ন করা উচিত।
  • তাদের সফটওয়্যার আপডেট আনা উচিত যাতে করে  নেটওয়ার্ক সঠিক ভাবে বজায় থাকে।
  • সাধারণ মানুষের যে ইন্টারনেট এক্সেস করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তাদের নজর দেওয়া উচিত। 
  • দ্রুততার সাথে পুরো ভারতবর্ষে 4g সঙ্গে সঙ্গে 5g পরিষেবা প্রদান করা উচিত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Biplab Giri

Biplab Giri is a successful Blogger, Founder and Content Strategy Head of Khobordaily.com. He started his blogging career in 2018 and has created many successful blogs so far.

---Advertisement---

1 thought on “Bsnl Network Problem: BSNL Killed সাধারণ মানুষের কি হাল হচ্ছে 2025”

Leave a Comment