---Advertisement---

Madhyamik Geography Question Paper 2025: অরজিনাল Pdf সংগ্রহ করুন

Updated On:
Madhyamik Geography Question Paper 2025
---Advertisement---

এ বছর ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন ছিল এদিন ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল। এটি এমন একটি  বিষয় যে বিষয়টি সাহায্যে ছাত্রছাত্রীদের বাস্তবিকতার জ্ঞান ও মানচিত্র সম্বন্ধে দক্ষতা বাড়ায়।  আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা মাধ্যমিক ভূগোল বিষয়ের প্রশ্নপত্র (Madhyamik Geography Question Paper 2025) কেমন ছিল ও প্রশ্নপত্রটির PDF ফাইলটি পেয়ে যাবেন নিচ থেকে। 

যে সমস্ত ছাত্র ছাত্রীরা আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি করছ, তোমাদেরকে অবশ্যই এই বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক ভূগোল বিষয়ের প্রশ্নপত্র টি সংগ্রহ করে রাখতে হবে।  এর কারণ এই প্রশ্নপত্রটি এই বছর কেমন হয়েছে সেটি দেখলে তোমাদের  প্রশ্নের কাঠামো ও প্রশ্নপত্র সম্বন্ধে একটি আনুমানিক ধারণা হয়ে যাবে। 

এবার মাধ্যমিকে ভূগোল বিষয় প্রশ্নপত্র কি ধরনের এসেছে

  • প্রথমে এসেছে এক কথার উত্তর। 
  • সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে এবার। 
  • আবার বিবরণ মূলক প্রশ্ন এসেছে এবার। 
  • মানচিত্র টাইপের প্রশ্ন এসেছে এবার। 
  • অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন এসেছে। 

২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ এই ভূগোল প্রশ্নপত্র

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক ভূগোল বিষয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বছরের এই ভূগোল বিষয়ের প্রশ্নপত্র টি। তার কারণ হলো এই বছরের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে ভূগোল বিষয়ে সেই সমস্ত প্রশ্নপত্র দেখার পরে ছাত্র-ছাত্রীদের একটি আনুমানিক আইডিয়া হয়ে যাবে কি রকমের প্রশ্ন আছে মাধ্যমিকে এই ভূগোল বিষয়ের। 

2026 সালের মাধ্যমিক ভূগোল বিষয়ের পরীক্ষার্থীদের জন্য কিছু কথা

যে সমস্ত ছাত্র ছাত্রীদের আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা অবশ্যই এই বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ভালো করে দেখে রাখতে হবে। কারণ পরীক্ষা দেওয়ার আগে প্রশ্নপত্র টিকে ভালো করে দেখলে পরের বছর পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা বেড়ে যায়। 

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র টি দেওয়া হল। আপনি চাইলে ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। 

Madhyamik Geography Question Paper 2025 Pdf

এবছর মাধ্যমিক ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ঠিক আগের বছরের মতো কাঠামো হয়েছে।এই প্রশ্নপত্রের PDF ফাইল ডাউনলোড করতে চাইলে নিচ থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন। 

পরীক্ষার নাম মাধ্যমিক ২০২৫
বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষার বিষয়ভূগোল (Madhyamik Geography Question Paper 2025)
পরীক্ষার তারিখ১৮ ই ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
ডাউনলোড লিংকDOWNLOAD 

News in Bangla|Current News In Bengali| Madhyamik Geography Question Paper 2025 19 February 2025 Bangla News

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Biplab Giri

Biplab Giri is a successful Blogger, Founder and Content Strategy Head of Khobordaily.com. He started his blogging career in 2018 and has created many successful blogs so far.

---Advertisement---

Leave a Comment