অন্যান্য বছরের তুলনায় বছর দোল পূর্ণিমার তিথি একটু আলাদা তার কারণ এ বছর অনেক মানুষই কনফিউজ আছেন দোল পূর্ণিমা 13 তারিখ নাকি ১৪ তারিখ সেটাকে নিয়ে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন দোল পূর্ণিমার সঠিক তারিখ কোনটি।
এই দোল পূর্ণিমা উৎসব বাংলায় কিভাবে পালন করা হয়
ফাল্গুন মাসের পূর্ণিমা তে বাংলা জুড়ে পালন করা হয় দোল উৎসব আর এই দোল উৎসব উপলক্ষে সাধারণ মানুষ গুলি মেতে ওঠে রং খেলায় আর তারা রাগিয়ে তোলে রঙের আবিরে। এই সমস্ত মানুষ গুলো সকাল থেকে মঠ, ফুটকড়াই দেবতাকে অর্পন করেন। তারপর বাড়ির গুরুজনদের পায়ে রং লাগিয়ে প্রণাম করে থাকেন। এরপরে বাড়ির জান থেকে শুরু করে বাচ্চাগুলো খাওয়ার রীতি মেনে এই উৎসবটি পালন করে থাকেন।
উৎসবটি পালন হয় হোলিকা দহন বা নলাপাড়ার মাধ্যম থেকে শুরু করে। এই উৎসবটি সবাই রঙের উৎসব বলে জেনে থাকেন। আর এই উৎসবে বৃন্দাবন থেকে শুরু করে মায়াপুর সমস্ত জায়গা সেজে উঠে নিজেদের ছন্দে। এ সমস্ত জায়গা গুলোতে এই এই হোলির দিনে প্রচুর মানুষ সমাগম করে থাকেন। এই রঙের উৎসব দোলযাত্রা ২০২৫ সালের পূর্ণিমা তিথি কখন থেকে পড়ছে, তা দেখে নেওয়া যাক, পঞ্জিকামতে।
পঞ্জিকা মতে দোল পূর্ণিমা ও হোলিকা দহন সঠিক তারিখ ও সঠিক সময় কি রয়েছে
দোল পূর্ণিমা ২০২৫ র তিথি মেনে সময় :-
বিশুদ্ধ পঞ্জিকা মতে, ১৩ মার্চ, বৃহস্পতিবার থেকেই পড়ছে দোল পূর্ণিমার তিথি।অর্থাৎ ইংরেজি ১৩ মার্চ ও বাংলা মাস হিসেবে ২৯ ফাল্গুন সকাল ১০ টা ৩৭ মিনিটে পড়েছে। এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ১৪ মার্চ ২০২৫ সালের বাংলা ক্যালেন্ডার মতে ৩০ শে শুক্রবার ও পূর্ণিমা তিথি শেষ হচ্ছে। সেদিন বেলা ১২:২৫ মিনিট নাগাদ এই তিথি শেষ হচ্ছে।
আরও পড়ুন:- Ration Card Or Bank Account Link: রেশনের ভর্তুকি টাকা কি সরাসরি আসবে এবার উপভোক্তার ব্যাংক একাউন্ট
অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা বলছে, বৃহস্পতিবার, ১৩ মার্চ শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি। সেদিন এই পঞ্জিকা অনুসারে বাংলার ২৮ ফাল্গুন। আর তিথি শুরু হচ্ছে বেলা ১০টা ২২ মিনিট ২৩ সেকেন্ড থেকে। ও পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, বাংলার ক্যালেন্ডার মতে ২৯ ফাল্গুন। সেদিন ইংরেজি ক্যালেন্ডার মতে শুক্রবার ১৪ মার্চ। এই দিনে বেলা ১১টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ডের পূর্ণিমা তিথি শেষ হবে।
দুই পঞ্জিকা অনুসারে হোলিকা দহন সময়:-
দুই পঞ্জিকা অনুসারে, হোলিকা দহনের সময়কাল হল ১৩ মার্চ। সেদিন রাত ১০.৩৭ মিনিটের পর এই হোলিকা দহন শুরু হবে। ১৩ ই মার্চ হোলিকা দহন বা হোলি পূজার শুভ সময় হল ১ ঘন্টা ৪ মিনিট। ও ভাদ্রের শেষের দিকে ওই রাতেই হোলিকা দহন হবে। হোলিকা দহনের শুভ সময় রাত ১১ টা ২৬ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত থাকছে।
2025 এর দোল কত তারিখ?
2025 সালে, ১৩ তারিখ ও ১৪ তারিখ ফাল্গুন মাসে পালন করা হবে দোল উৎসবটি সারা বিশ্ব জুড়ে।
News in Bangla|Current News In Bengali| Dol Purnima 2025 Tithi 13 March 2025 Bangla News