Google Pay এর মাধ্যমে এতদিন পর্যন্ত সমস্ত পেমেন্ট সম্পূর্ণ ফ্রিতে করা যেত। কিন্তু এবার থেকে দিতে হতে পারে চার্জ। কোন কোন ক্ষেত্রে এবার থেকে দিতে হবে চার্জ। আজকের এই বিবৃতির মাধ্যমে আপনারা তা বিস্তারিত ভাবে জানবেন।
Upi আসার আগে কেমন ছিল আর এখন কেমন চলছে
Upi আসার আগে মানুষের পকেটে থাকত টাকা, কিন্তু Upi আসার পর থেকে মানুষের এমন অভ্যাসে পরিণত হয়েছে হাতে আর টাকা থাকে না। টাকা থাকে শুধুমাত্র তার ব্যাংক অ্যাকাউন্টে কোন পেমেন্ট করতে হলে upi এর মাধ্যমে ফটাফট কমেন্ট করে নেয়। তাই পকেটে টাকা রাখা প্রায় এখন অতীতের পথে হয়েছে।
একজন মানুষ সে বাড়ির বিদ্যুতের বিল হোক বা রাস্তার ধারে কোথাও ফুচকা কিনে খাক বা অনলাইন থেকে কোন কেনাকাটা সবকিছু এখন ইউপি এর মাধ্যমে পেমেন্ট করে নেয় ফটাফট। কিন্তু সেই গুগল পে পেমেন্টে এবার থেকে দিতে হবে চার্জ।
আরও পড়ুন:- Kolkata আজকের সোনার দাম
এই অনলাইন পেমেন্টের Google Pay ছাড়া অন্যান্য Upi অ্যাপস গুলি কি চার্জ করছে
অনলাইনে পেমেন্টের জন্য গুগল পে মাধ্যমে পেমেন্ট করা একটি বহু প্রচলিত মাধ্যম। এখন বর্তমানে google pay লক্ষ্য লক্ষ্য ব্যবহারকারী রয়েছে। ভারতের ছোট থেকে বড় পেমেন্টের জন্য অনেক মানুষই গুগলের পে ওপর ভরসা করেন।
Google Pay ছাড়া আগে থেকেই Paytm তাদের কনভারসেশন চার্জ নামে ফ্রি নিচ্ছিল। কিন্তু এখন সেই পথে গুগল পে।
এতদিন যাবত এই গুগল এর মাধ্যমে পেমেন্ট করা হোক বা যে কোন সার্ভিস তাদের ব্যবহার করলে সম্পূর্ণ ফ্রি ছিল কিন্তু এখন থেকে কিছু কিছু ক্ষেত্রে এরা চার্চ ব্যবহার করবে।
কোন কোন পেমেন্টের ক্ষেত্রে দিতে হবে চার্জ।
ইকনোমিকস টাইমস এর রিপোর্ট অনুসারে, জানা গিয়েছে Google pay অলরেডি কিছু কিছু ক্রেডিট কার্ডের পেমেন্ট এর ক্ষেত্রে কনভার্সেশন প্লিজ নামে চার্জ নিতে শুরু করে দিয়েছে।
এই চার্জগুলি কোন কোন পেমেন্টের ক্ষেত্রে নেওয়া হচ্ছে এবং কত পারসেন্ট চার্জ নেওয়া হচ্ছে
এই চার্জ গুলি কোন কোন পরিষদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে
এই চার্জগুলি সাধারণত দেখা গেছে ছোট ছোট পেমেন্টের ক্ষেত্রে লাগানো হচ্ছে। বড় বড় পেমেন্টের ক্ষেত্রে তেমন কোন চার্জ এখনো পর্যন্ত লাগানো হয়নি তবে ভবিষ্যতে লাগানো যেতে পারে। যেমন গ্যাসের পেমেন্ট হোক বা বিদ্যুতের বিলের পেমেন্ট হোক সব ক্ষেত্রে চার্চ লাগানো হচ্ছে।
চার্জ গুলো কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট পর্যন্ত নেওয়া হচ্ছে
এই চার্জ গুলো সাধারণত জিরো 0.5 পার্সেন্ট থেকে 1 পার্সেন্ট পর্যন্ত নেওয়া হচ্ছে। এই পার্সেন্টেজের সঙ্গে GST যোগ করা হতে পারে। তবে এখনো পর্যন্ত ব্যাংক টু ব্যাংক পেমেন্ট অর্থাৎ Google pay পেমেন্টের ক্ষেত্রে কোন রকম চার্জ নেওয়া হচ্ছে না। শুধুমাত্র তাদের সার্ভিস গুলো ব্যবহারের ক্ষেত্রে চার্জ গুলো নেওয়া হচ্ছে।
এই Fees গুলো কখন নেওয়া হয়েছে
যখনই আপনি Google Pay থেকে বিল পেমেন্ট করতে যাচ্ছেন এই Bill মোট বিল অ্যামাউন্ট এর সাথে যোগ করে দেওয়া হচ্ছে। তবে Upi পেমেন্টের ক্ষেত্রে কোন রকম অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে না। Google Pay পক্ষ থেকে জানানো হয়েছে এর চার্জগুলি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে লাগানো হয়েছে। যেমন আপনি যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেন এবং এই কার্ডটি মাস্টার কার্ড না ভিসা কার্ড বা রুপিয়া কার তার ওপর নির্ভর করে চার্জ গুলি লাগানো হচ্ছে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল অ্যাপে গিয়ে পড়ুন।
News in Bangla|Current News In Bengali| Google Pay 27 February 2025 Bangla News