আজ ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আজ ও আগামী কয়েকদিনের আবহাওয়ার কি রকম পরিস্থিতি চলছে। এখন কি গরম বাড়বে নাকি বৃষ্টিপাত হবে কি বলছে আবহাওয়া দপ্তর।
আপাতত ভাবে জানা গিয়েছে ঝড় বৃষ্টি বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে। আর যেহেতু কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে রাজ্যে তাই তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা যাছে। আবহাওয়া দপ্তর সূত্র অনুসারে জানা গিয়েছে আগামী দু-তিন দিন ধরে আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। তাই শুধু এ সপ্তাহ নয় এর পরবর্তী সপ্তাহের আবহাওয়ার এমন পরিস্থিতি থাকা সম্ভাবনা থাকছে। এর পরবর্তী বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে গরম বাড়ার সম্ভাবনা থাকছে।
চলুন এখন আমরা জেনে নেব তাপমাত্রা কেমন থাকবে রাজ্যে
শীত একবারের মত বিদায় নিয়েছে রাজ্য থেকে এখন আর বর্তমানে শীত ফেরার কোন আশা নেই। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে ধীরে ধীরে করে রাজ্যে এবার তাপমাত্রা বাড়বে। আর সেই মতো করে আগামী ৪/৫ দিন যাবত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে।
আর আগামী কয়েক দিন যাবত রাজ্যে স্বাভাবিকের চেয়ে কিছু পরিমাণ তাপমাত্রা বেশি থাকবে। যে কারণেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকা সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ও কোথায় কোথায় বৃষ্টি হবে
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে আগামী ৪/৫ দিন যাবত এ রাজ্যে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যার ফলে রাজ্যে এবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। এর ফলে রাজ্যে এবার গরম বৃদ্ধি পাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন
উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটা ভালো। উত্তরবঙ্গের জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা হলে শুষ্ক থাকবে এর ফলে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থেকে যায়। সঙ্গে দার্জিলিং হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে, দার্জিলিংয়ের পার্বত্য অচল এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা হবে। তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কুয়াশা ভালো পরিমান থাকবে।
আরও পড়ুন:- Kolkata আজকের সোনার দাম
News in Bangla|Current News In Bengali| Kolkata Weather Update 25 February 2025 Bangla News