প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা খবর: দেশের সমস্ত কৃষকদের জন্য সুখবর নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। তার কারণ হলো দেশের কৃষকদের জন্য আসতে চলেছে টাকা। গত ২৪ শে ফেব্রুয়ারি কৃষক সম্মানিত ১৯ তম কৃষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে দেশ জুড়ে প্রায় ৯.৮ কোটি টাকা কৃষকদের একাউন্টে সরাসরি পাঠানো হবে।
এ প্রকল্পটি যখন সূচনা করেন প্রধানমন্ত্রী তখন এক বছরে একজন কৃষক মোট ছ হাজার টাকা করে পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর সেই মতো প্রতিবছর একজন কৃষক ৬০০০ টাকা করে পান। এই কিস্তিতে একজন কৃষক মূর্ত তিনবার ২০০০ টাকা করে পান। অর্থাৎ মোট তিনি ৬০০০ টাকা পেয়ে যান।
আর একটা কৃষক বন্ধু পাবার ১৯তম কিস্তি পেতে চলেছেন কৃষকরা। গত ২০২৪ সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতি যোজনা ১৮ তম কিস্তির টাকা পেয়েছিলেন কৃষকরা। আর এবার ২০২৫ এ ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন ১৮তম কিস্তির টাকা। গত ২৩ শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বিহারের বল্লভপুর থেকে ১৯তম কিস্তির টাকা দেবেন বলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
বিষয় সূচী :-
কতদিন পর থেকে কৃষকরা এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ও মোট কত কৃষক এখান থেকে উপকৃত হবেন (Pm Kisan)
গত রবিবার দেশের মোট ৯.৮ কোটি কৃষকরা টাকা পাবেন। জানা গিয়েছে এই প্রকল্পত্র মোট ২২,০০০ কোটি টাকা দেওয়া হবে কৃষকদেরকে। ২০২৪ সালের আগস্ট মাসে ১৮ তম কিস্তি টাকা দেওয়ার সময় এই প্রকল্পে সুবিধাভোগীর কৃষক সংখ্যা ছিল ৯.৬ কোটি। সেই সংখ্যাটা এখন আরও বেড়েছে। এই পিএম কিসান নিধির অধীনে এখন পর্যন্ত মোট ৩.৪৬ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদেরকে।
পিএম কিসান (Pm Kisan) একাউন্টে টাকা এসেছে কিনা, কিভাবে দেখবেন?
- প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অফিসিয়াল ওয়েব সাইটে pmkisan.gov.in– খুলুন।
- এরপর, “চেক স্ট্যাটাস” অপশনে ক্লিক করুন।
- এরপর একটি নতুন উইন্ডো খুলে যাবে।
- এবার আপনাকে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনায় রেজিস্টার করা ফোন নম্বর দিতে হবে।
- Get OTP-তে ক্লিক করতে হবে।
- ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন টাকা এসেছে কি না।


যে সমস্ত কৃষকদের (Pm Kisan) টাকা আসেনি তারা কি কি পদক্ষেপ নিবেন টাকা পাওয়ার জন্য
- সবার প্রথমে আপনারা আপনাদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিতে ই কেওয়াইসি করা আছে কিনা সেটি চেক করুন।
- তার জন্য আপনার ব্যাংক একাউন্ট থেকে KYC আছে কিনা সেটি চেক করে দেখুন।
- আপনার আধার নাম্বার, প্যান কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকতে হবে
- যদি না করে থাকে আপনারা অতিসত্বর অফিসে গিয়ে যোগাযোগ করুন।
- এছাড়া অনলাইনের মাধ্যমে EKYC করতে পারবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লিস্ট (Pm Kisan Beneficiary Status) কিভাবে আমরা চেক করব
আজকের এই বিবৃতির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতির লিস্ট চেক করবেন।
- সবার প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কৃষক-সম্মান নীতির অফিসিয়াল ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে।
- সেখান থেকে আপনাকে বেনিফায়ারে লিস্ট অপশনটিতে ক্লিক করুন।
- একটা নতুন উইন্ডোজ ওপেন হয়ে যাবে।
- এখন আপনি আপনার State সিলেক্ট করুন।
- এরপর আপনি আপনার ডিসটিক সিলেক্ট করুন।
- এরপর আপনি আপনার সাব ডিস্ট্রিক সিলেক্ট করুন।
- এবার আপনি আপনার ব্লক সিলেক্ট করুন।
- এখন আপনি আপনার ভিলেজ সিলেক্ট করুন ।
- সমস্ত অপশন গুলি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে Get Report অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর Get Report এ ক্লিক করলে আপনি লিস্টে দেখতে পাবেন সেখান থেকে আপনার নামটা ও আপনার পিতার নামটি চেক করে নিন।

এসব পদক্ষেপ গুলো আপনি যদি সঠিকভাবে কমপ্লিট করেন, তাহলে আপনি অবশ্যই আপনার নামটা লিস্ট থেকে চেক করে নিতে পারবেন নিজে থেকেই।
আরও পড়ুন:- Bsnl Network Problem: BSNL Killed সাধারণ মানুষের কি হাল হচ্ছে 2025
আরও পড়ুন:- New Train Accident News of Odisha: অল্পের জন্য রক্ষা নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস
News in Bangla|Current News In Bengali| Pm Kisan 24 February 2025 Bangla News