আজ শুক্রবার, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকে সহ আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিবর্তন ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার কি রকম পরিবর্তন হতে চলেছে ও কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তার সম্বন্ধে।
আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবহাওয়া কেমন হয়েছে
আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকে আকাশ মেঘলা আর রোদের দাপট ও তেমন নেই। আগামী কয়েকদিন যাবত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে রোদের দাপট প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছিল। গরমে যেন নাজেহাল অবস্থা হয়ে গেছিল মানুষের। সেই দাপট থেকে আজ যেন মুক্তি মিলেছে, সকাল থেকেই আকাশ মেঘলা।
পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে আবহাওয়াবিদরা কি জানিয়েছেন
- আজ শুক্রবার আজ সকাল থেকেই গরমের অনুভূতি অনেকটাই কমে গেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে। যদিও আবহাওয়াবিদদের মতে, এই রকম স্বস্তির আবহাওয়া বেশিক্ষণ স্থায়ী হবে না। তাদের মতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই আদ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে।
- আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আবহাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আর এর সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির ও সম্ভাবনা থাকছে।
- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোর সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাগুলোতে রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে।
আজ ও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে
আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবহাওয়া কেমন
আবহাওয়াবিদদের মতে, জানা গিয়েছে সকাল থেকে রোদের দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাবসা গরমের দাপট বাড়বে তাতে করে মানুষদের স্বস্তির আবহাওয়া পাওয়ার তেমন কোন সম্ভাবনা নেই তবে সন্ধ্যের পর থেকে যেহেতু বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হবে তাই তাপমাত্রার পরিবর্তন হবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বিকেলের পর থেকে আবহাওয়ার বড়সড় রদবদল হবে।
আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে
আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে সোমবারের পর থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে যার ফলে আবহাওয়ার বড়সড়ো একটি রদবদল হওয়ার সম্ভাবনা থাকছে এই কয়েকটি দিন বুধবারের পর থেকে আবার ভাবসা গরম হবে।
News in Bangla|Current News In Bengali| Weather News 04 April 2025 Bangla News