---Advertisement---

Wb Higher Secondary Exam Big Update 2025: উচ্চ মাধ্যমিকের প্রতি কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে।

Published On:
Wb Higher Secondary Exam 2025
---Advertisement---

এবার প্রত্যেকটি এডমিট কার্ডে থাকবে পরীক্ষা কেন্দ্রের নাম যা থেকে ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে অনেকে বলে মনে করা হচ্ছে।  উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে গত বুধবার দিন সাংবাদিক বৈঠক করে জানানো হয়।  যে ৩ মার্চ তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। 

এবারে পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে

এবার পরীক্ষার জন্য এডমিট কার্ড বিষয়ে কিছু বলা হয়েছে তো কি বলা হয়েছে চলুন আমরা বিস্তারিত জানি

এবার এডমিট কার্ডে থাকবে পরীক্ষা কেন্দ্রের নাম।  অর্থাৎ একজন পরীক্ষার্থী কোন সেন্টারে পরীক্ষা দেবেন সেই সেন্টারটির নাম লেখা থাকবে এডমিট কার্ডের পেছনে। 

এবার প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষার্থীদের সামনে অর্থাৎ ছোট ছোট প্যাকেট থাকবে যে প্যাকেটগুলো পরীক্ষা কেন্দ্রে আসবে, সেই প্যাকেট গুলো পরীক্ষা দিতে আসা  পরীক্ষার্থীদের সামনে রুমের মধ্যে খোলা হবে।  এই প্যাকেট গুলি পরীক্ষা কেন্দ্রের নাম ও তারিখ অনুসারে প্যাকেজিং করা থাকবে।  এই প্যাকেজিং টি সকাল ৯ঃ৫৫ সময় খোলা হবে।  তার আগে কোন মতে খোলা যাবে না। 

এবার প্রশ্নপত্র থাকবেন ডিজিটাল সিরিয়াল নাম্বার

এবারে প্রশ্নপত্র প্রতিটি পেছনে আলাদা আলাদা করে ডিজিটাল সিরিয়াল নাম্বার থাকবে, যে সিরিয়াল নাম্বার উত্তরপত্রের একেবারে উপরে লিখতে হবে প্রথমে। যাতে পরে প্রশ্নপত্র কোন রকম ছবি না নিয়ে প্রশ্নপত্রের, সুরক্ষার জন্য এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

পরীক্ষা কেন্দ্র গুলোতে পরীক্ষা কেমন হবে তার সুরক্ষা নিয়ে কি বলা হয়েছে এবং কতজন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন

মেটাল ডিটেক্টর মেশিন

এবার পরীক্ষা কেন্দ্র গুলোতে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র মেটাল ডিটেক্টর মেশিন থাকবে আগে থেকেই।  যা কিনা প্রত্যেকটি পরীক্ষার্থীকে চেকিং করা হবে যাতে করে মোবাইল বা অন্যান্য ইলেকট্রিক ডিভাইস সঙ্গে করে না নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে। 

তার সঙ্গে থাকছে দুটি করে সিসিটিভি ক্যামেরা যেখানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশপথ সেখানে একটি সিসিটিভি ক্যামেরা থাকবে অপর একটি ক্যামেরা থাকবে যেখানে প্রশ্নপত্র গুলো রাখা হবে সেখানে।  এবারে উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ভালো সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষা নিয়ে। 

এবার কতজন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছেন বলে জানা গিয়েছে

এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় এবছর একটু কম হয়েছে।  এবছর প্রায় ৫ লক্ষ ৯ হাজার  পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে।  তার মধ্যে ছাত্রের শতাংশ হচ্ছে ৪৫% ও ছাত্রীর সংখ্যা হচ্ছে ৫৪ শতাংশ। আগের বছর মত এ বছরও ছাত্রের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। 

এবছর আগে থেকেই নির্দেশ করতে হবে কোন ছাত্রের কাছে মোবাইল নেই পরীক্ষা কেন্দ্রে তা নিশ্চিত করতে হবে।  প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর রাখতে হবে। বুধবার দিন এ সমস্ত নির্দেশিকা জানিয়ে দিয়েছে উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। 

আরও পড়ুন:- Kolkata আজকের সোনার দাম

News in Bangla|Current News In Bengali| Wb Higher Secondary Exam Big Update 27 February 2025 Bangla News

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Biplab Giri

Biplab Giri is a successful Blogger, Founder and Content Strategy Head of Khobordaily.com. He started his blogging career in 2018 and has created many successful blogs so far.

---Advertisement---

3 thoughts on “Wb Higher Secondary Exam Big Update 2025: উচ্চ মাধ্যমিকের প্রতি কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে।”

Leave a Comment