Wb উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বর্তমান সময় পশ্চিমবঙ্গ চলছে, মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা শেষ হলে তারপরে শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যেহেতু হাতে বেশি সময় নেই তাই পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চমাধ্যমিকের রুটিন প্রকাশ করে দেওয়া হয়েছে।
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এ বছর অর্থাৎ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, তাদের আর সংশয় নেই কারণ আজকের এই প্রতিবেদনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন টি আপনারা নিচ থেকে পেয়ে যাবেন।
বিষয় সূচী :-
Wb উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025
এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের ১৫ তারিখে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ এর তরফ থেকে এ বছর অর্থাৎ ২০২৫ সালের পরীক্ষার জন্য রুটিন প্রকাশ করে দেওয়া হয়েছিল আগে থেকেই।
এই প্রকাশিত রুটিন অনুসারে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ঠিক সেই মতো সেই তারিখে শুরু হবে যা চলবে এই মাসের অর্থাৎ মার্চ মাসের ১৮ তারিখ পর্যন্ত।
পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের তরফ থেকে ছাত্র ছাত্রীদের কি নির্দেশিকা দেওয়া হয়েছে
এ বছর পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষার দিনের পাশাপাশি পরীক্ষার সময় ও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুসারে বলা হয়েছে, যে সমস্ত দিনগুলিতে পরীক্ষা আছে সেই সমস্ত দিনগুলোতে পরীক্ষা শুরু হতে চলেছে সকাল ১০ টা সময় থেকে। এরপরে পরীক্ষা চলাকালীন সময় পাচ্ছেন পরীক্ষার্থীরা ৩ ঘণ্টা ১৫ মিনিট। এই ১৫ মিনিট সময় টি অতিরিক্ত দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের। এই পরীক্ষা শেষ হবে দুপুর ১ বাজে ১৫ মিনিটে।
বিশেষ কয়েকটি বিষয়, যেমন- ভিজ্যুয়াল আর্টস, মিউজিক, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে পরীক্ষাগুলি শেষ হবে দুপুর ১২ টার সময়।
এবছর ২০২৫ সালে পরীক্ষা দেওয়া ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই বছরের রুটিন নিচে প্রকাশিত করা হলো নিচ থেকে আপনারা দেখে নেবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটি থাকবে, সেখান থেকে আপনারা এই লিংকে গিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরো তথ্য জানতে পারেন।
আরও পড়ুন:- Kolkata আজকের সোনার দাম
আরও পড়ুন:- মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর Pdf 2025: অরিজিনাল প্রশ্নপত্র টি ডাউনলোড করুন
উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলো ও ছুটির দিন গুলোর টেবিল সহকারে ছাত্র-ছাত্রীদের জন্য
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন (Wb উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025)
তারিখ | বার | বিষয়গুলি |
---|---|---|
০৩/০৩/২০২৫ | সোমবার | বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি |
০৪/০৩/২০২৫ | মঙ্গলবার | হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এন্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি এন্ড ওয়েলনেস, এগ্রিকালচার, ভোকেশনাল সাবজেক্ট |
০৫/০৩/২০২৫ | বুধবার | ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংরেজি |
০৬/০৩/২০২৫ | বৃহস্পতিবার | ইকোনমিক্স |
০৭/০৩/২০২৫ | শুক্রবার | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি |
০৮/০৩/২০২৫ | শনিবার | কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সাইন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
১০/০৩/২০২৫ | সোমবার | কমার্শিয়াল আইন এন্ড প্রিলিমিনারি অফ অডিট, দর্শন, সোশিয়লজি |
১১/০৩/২০২৫ | মঙ্গলবার | রসায়ন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ |
১৩/০৩/২০২৫ | বৃহস্পতিবার | গণিত, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস |
১৭/০৩/২০২৫ | সোমবার | বায়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান |
১৮/০৩/২০২৫ | মঙ্গলবার | স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট |
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছুটির দিনগুলি কি কি থাকছে
তারিখ | বার |
---|---|
০৯/০৩/২০২৫ | রবিবার |
১২/০৩/২০২৫ | বুধবার |
১৪/০৩/২০২৫ | শুক্রবার |
১৫/০৩/২০২৫ | শনিবার |
১৬/০৩/২০২৫ | রবিবার |
এই সমস্ত তারিখ গুলো কোন রকম পরীক্ষা রাখেনি পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ। যেদিনে যে পরীক্ষাটি আছে সেই বিষয়টি যদি কোন ছাত্র বা ছাত্রীর না থাকে তাহলে ওই দিন ওই ছাত্র বা ছাত্রটি ছুটি পেয়ে যাচ্ছেন। পরীক্ষার মধ্যে এভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য কিছু সময় পেয়ে যাবে। আরো জানতে হলে তাদের অফিসনাল ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিতভাবে জেনে নিন।
News in Bangla|Current News In Bengali| Wb Higher Secondary Exam Routine 2025, 19 February 2025 Bangla News